মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

আইনশৃঙ্খলায় অবদানের জন্য চিরিরবন্দর থানা পুলিশকে সম্মাননা


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-20 18:09:15
আইনশৃঙ্খলায় অবদানের জন্য চিরিরবন্দর থানা পুলিশকে সম্মাননা

দিনাজপুর চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ ও সনদ প্রদান করা হয়। প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ নামের এ পদক ও সনদপত্রটি ডাকযোগে তিনি হাতে পেয়েছেন। 

তথ্যটি নিশ্চিত করে ওসি মোঃ বজলুর রশিদ জানান, অগ্রগামী মিডিয়া ভিশন এর উদ্যোগে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও সেখানে উপস্থিত হতে না পারায় আমাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছি। চিরিরবন্দর থানার সকল অফিসার ও ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জনে সহযোগিতা করার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

সনদে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে। 

এদিকে ওসি হিসেবে মোঃ বজলুর রশিদ চিরিরবন্দর থানায় যোগদানের পর থেকেই তিনি থানা এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধান, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট আসামী ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এবং বিভিন্ন ধরনের বিশেষ অভিযান পরিচালনা করছেন। 

তার পদক প্রাপ্তিতে চিরিরবন্দরের স্থানীয় সুশীল সমাজের মানুষ ও চিরিরবন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম