মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

ছাত্রলীগ একটি এলিট ফোর্স: নানক


DhakaReport24.com || 2022-03-19 01:18:45
ছাত্রলীগ একটি এলিট ফোর্স: নানক

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবিল করতে হবে ছাত্রলীগকেই।

নির্বাচনের আর মাত্র পৌনে ২ বছর বাকি আছে। সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃঙ্খল হতে হবে। সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।  

তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। সেই গুরু দায়িত্ব গ্রহণ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার চৌকস নেতৃত্বের কারণে তা ব্যর্থ হয়েছে। হেফাজতের শাপলা চত্বরের আন্দোলনও শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করেছিলাম।  

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, শেখ সালাউদ্দিন জয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ এমপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল প্রমুখ বক্তব্য দেন।

এরআগে, দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন, পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম