মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

দুই বছর ধরে বন্ধ কমলগঞ্জ গ্রন্থাগার


মৌলভীবাজার প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-11 19:21:45
দুই বছর ধরে বন্ধ কমলগঞ্জ গ্রন্থাগার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একমাত্র গণগ্রন্থাগার প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার বই পিপাসুরা বঞ্চিত হচ্ছেন জ্ঞান চর্চা থেকে। এছাড়াও দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে নষ্ট হচ্ছে মূল্যবান সব বই ও আসবাব পত্র। সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ গণগ্রন্থাগারের প্রবেশ পথে তালা ঝুলানো। দীর্ঘ সময় বন্ধ থাকার কারনে গ্রন্থাগারের সামনে ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। গ্রন্থাগারের আস্তরণে ধূলা বালি জমে আছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, করোনা ভাইরাস ও জনবল সংকটের কারণে গ্রন্থাগার বন্ধ রয়েছে। গ্রন্থাগারের দায়িত্বে থাকা কর্মচারি মৌলভীবাজার বদলি হওয়ার কারণে গ্রন্থাগার চালু করা সম্ভব হচ্ছেনা। খুব শিগগিরই জনবল নিয়োগ করে গ্রন্থাগার চালু করা হবে।

উপজেলার বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে জানা যায়, উপজেলার একমাত্র গণগ্রন্থাগার বন্ধ থাকার কারনে জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও গ্রন্থাগারের পাশেই কমলগঞ্জ সরকারি মহা-বিদ্যালয়সহ কয়েকটি স্কুল ও মাদ্রাসা রয়েছে। গ্রন্থাগার চালু করলে শীক্ষার্থীসহ বই প্রেমিরা বই পড়তে আসবেন। 

কমলগঞ্জ গণগ্রন্থাগারের নিয়মিত ছিদ্দিকুর রহমান ও খালেদ হোসেন বলেন, গ্রন্থগার এর কমিটি গঠন করে নিয়মিত চালু করা হোক। দীর্ঘদিন গ্রন্থাগার বন্ধ থাকার কারনে অনেক সংস্কৃতি প্রেমিরা খালি হাতে ফেরত যান।
 
কমলগঞ্জ গ্রন্থগারের দাতা সদস্য আব্দুল হান্নান বলেন, মেধা বিকাশে গ্রন্থাগারের বিকল্প নেই। আগের মতো গ্রন্থাগার চালু করে সকল শ্রেণির মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়া হোক। 
        
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, কোভিড ও জনবল সংকটের কারনে আপাতত গ্রন্থাগার বন্ধ রয়েছে। কয়েকদিনের মধ্যে জনবল নিয়োগ করে গ্রন্থাগার চালু করা হবে বলে তিনি জানান। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম