মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শেয়ারবাজার

সপ্তাহ জুড়ে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-03-05 11:31:15
সপ্তাহ জুড়ে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ জুড়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৮৯ শতাংশ।  সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ক্লোজিং হয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়। 

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে,  সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

এর আগে ২০১৯ সালে ও ২০১৮ সালে কোনো লভ্যাংশ দেয়নি।

সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ জুন,২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে 'বি' ক্যাটাগরিতে লেনদেন করছে।

কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০ দশমিক ৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫ দশমিক ০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি দর বাড়া কোম্পানির মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ০৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০ দশমিক ১৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৭ শতাংশ, বিডি থাই ফুডের ৬ দশমিক ৯৪ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬ দশমিক ২৩ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৫ দশমিক ৫০ শতাংশ, সোনালী পেপারের ৫ দশমিক ৩৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৩ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।