মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

কালিগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর নামে সরকারি অর্থ লোপাট


DhakaReport24.com || 2022-02-16 20:34:15
কালিগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর নামে সরকারি অর্থ লোপাট

সাতক্ষীরার কালিগঞ্জে দায়সারাভাবে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন করে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। 
সরকারি নির্দেশনা মোতাবেক ৫০ টি স্টল থাকার কথা থাকলেও ১৭ টি স্টল দিয়ে ছোট পরিসরে সম্পন্ন করা হয়েছে। আগত অতিথিদের মধ্যে অধিকাংশই দুপুরের খাবার না পেয়ে অভুক্ত অবস্থায় ফিরে গেছেন। 
জানা যায়, ওই অনুষ্ঠানের জন্য সরকারি বরাদ্দ ছিল ২ লক্ষ ৩৩ হাজার ৫শত টাকা। কিন্তু ওই অর্থ নয় ছয় করে লোপাটের অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎকুমার মন্ডলের বিরুদ্ধে। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতালে এর আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর এলডিডিপি) অর্থায়নে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানটি সকাল ৯ টার সময় উদ্বোধনের কথা থাকলেও বেলা ২টার সময় উদ্বোধন শেষে ৪০ মিনিটের মধ্যে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে সরকারিভাবে বরাদ্দ খাতওয়ারি দিকনির্দেশনা দিয়ে ২ লক্ষ ৩৩ হাজার ৫'শ টাকা থাকলেও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল অর্থ লোপাট করতে উত্তর কালিগঞ্জের সোমা ডেকোরেটরের মালিক শরিফুল ইসলাম কে ২০ হাজার টাকা দিয়ে ১৭টি স্টল একটি ছোট স্টেজ করেন। 

বিভিন্ন স্টলে প্রাণিসম্পদ বিভাগের ভেটেনারিসহ বিভিন্ন মালামাল যন্ত্রপাতি প্রদর্শনীতে এনে স্টলের শোভা বর্ধন করে। দক্ষিণ শ্রীপুর গ্রামের খামার মালিক আসাদুজ্জামান, উকসা গ্রামের গোলাম রহমান এবং নলতা গ্রামের মনিরের দুইটাসহ পাঁচটি জার্সি গরু নিয়ে অনুষ্ঠানে নিয়ে আসেন। তবে স্টলের শোভাবর্ধন করলেও গরু গুলোর খাওয়া বাবদ কোন খরচ দেওয়া হয়নি বলে খামার মালিকরা সাংবাদিকদের জানান। 

অনুষ্ঠান শেষে ৮০ টাকা মূল্যের এক প্যাকেট খাবার দিয়ে আগত এবং স্টল মালিকসহ শতাধিক লোককে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আনলে কিছু অতিথিকে হোটেল থেকে খাবার এর প্যাকেট এনে দেওয়া হয়েছিল ।
অথচ অনুষ্ঠানের সরকারি ভাবে বরাদ্দ ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৫'শ টাকা খাতওয়ারী বরাদ্দের মধ্যে ছিল ২টি ব্যানার তৈরির জন্য ১৫'শ টাকা প্যান্ডেল, স্টেজ, ত্রিপল, সি আর, ফ্যান, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন এবং ৫০টি স্টলের জন্য বরাদ্দ ৬৯ হাজার ৫'শ টাকা। আমন্ত্রণপত্র ছাপানো বাবদ ৫ হাজার টাকা হলেও হাতেগোনা শতাধিক আমন্ত্রণ পত্র দায়সারাভাবে ছাপানো হয়। 
অনুষ্ঠানে ৩ জন অতিথিকে সম্মানী বাবদ জনপ্রতি ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়। অতিথিদের নাস্তা এবং দুপুরের খাবারের জন্য জনপ্রতি ৪'শ টাকা করে ৫০ জনের ২০ হাজার টাকা বরাদ্দ ছিল। এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথি খামারিসহ ৩'শ জনের জন্য জনপ্রতি ২'শ টাকা করে ৬০ হাজার টাকা । ৫০ জন স্টল মালিক জনপ্রতি একশত টাকা করে ৫ হাজার টাকা। স্টল মালিক অতিথিদের পানি বাবদ ১২ হাজার ৫'শ টাকা ৫০টি স্টলের ভ্যাকসিন মালিকদের একশত টাকা করে খাবারের জন্য ৫ হাজার টাকা তিনজন শ্রেষ্ঠ খামারের জন্য পুরস্কার বাবদ জনপ্রতি ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা।  স্টলের মালামাল পরিবহনের জন্য গাড়ি ভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং অনুষ্ঠানটি ব্যাপক প্রচারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। 

এইভাবে সরকারি নির্দেশনা দিয়ে বরাদ্দ থাকলেও প্রাণিসম্পদ কর্মকর্তা এবং আয়োজক কমিটির যোগসাজশে ৫০ হাজার টাকা খরচ করে অনুষ্ঠান শেষ করে বাকি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। 
এর আগেও প্রাণিসম্পদ কর্মকর্তা আম্পানে ক্ষতিগ্রস্ত খামারি ও পোল্ট্রি চাষীদের নামে ভুয়া তালিকা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল। কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি এবং বরাদ্দের কত টাকা জানতে চাইলে সে বিষয়েও মুখ খোলেননি। 

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামকে জানালে তিনি সাংবাদিকদের মেসেঞ্জারে একটি আমন্ত্রণপত্র পাঠিয়ে দেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে সাংবাদিকদের জানান।