মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শেয়ারবাজার

সূচকের পতনেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে


DhakaReport24.com || 2022-02-07 18:17:45
সূচকের পতনেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পতনে শেষ হয়েছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। এছাড়া অধিকাংশ কোম্পানির দর কমেছে। 

জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৯ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে ৭ হাজার ৫১.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.৪৩ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৮১ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৫০৯.৫৫ পয়েন্টে এবং ২ হাজার ৬০৭.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির বা ৩৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৯২টির বা ৫০.৫২ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২৮ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩০৯টি শেয়ার ২ লাখ ৩৫ হাজার ৫৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৪ টাকা ৮০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫৭ হাজার ৩৬ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ১৪৮ টাকা ৮৭ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬.১৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭৫.৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।