মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ শেষ শেয়ারবাজারে


DhakaReport24.com || 2022-01-06 20:37:30
সূচকের উত্থানে সপ্তাহ শেষ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (০৬ জানুয়ারি) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন  সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাস পর লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩.০৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দেড় মাস বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আজকের চেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের এবং ৩৫টি বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৭.৩৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০৪.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আজ সিএসইতে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।