মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে হাসারাঙ্গা

>> দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

>> মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

>> মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়

>> খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ

>> দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

>> ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

>> সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

>> জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী

>> সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপনি পড়ছেন : বিশ্ব

প্রভাবশালী মহল ৩ বিকল্প দিয়েছে: ইমরান খান


DhakaReport24.com || 2022-04-02 05:48:45
প্রভাবশালী মহল ৩ বিকল্প দিয়েছে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘প্রভাবশালী মহল’ তিনটি বিকল্প (পদত্যাগ, অনাস্থা ভোট বা নতুন নির্বাচন) দিয়েছেন বলে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছন তিনি।

শুক্রবার প্রচারিত এআরওয়াই নিউজের এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান জানান, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পর এ প্রস্তাব দেওয়া হয়।

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ইমরান খান বলেছেন, ‘প্রভাবশালী মহল’ তিনটি বিকল্প দিয়েছেন, ১। পদত্যাগ ২। অনাস্থা ভোট ৩। নতুন নির্বাচন

তিনটি বিকল্প উপস্থাপন করার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও,  আমরা এই ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। ...তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে। ’

তিনি আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘যদি আমরা এই (অনাস্থা) ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যে  একটি কৌশল তৈরি করব।’

এর আগে সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, তার জীবনের প্রতি হুমকি সৃষ্টি হয়েছে। ইমরান বলেন, যারা সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করছে তারা আতঙ্কিত যে ক্ষমতাচ্যুত করা হলেও, জনগণ তাকে সমর্থন দিয়ে যাবে।

ইমরান খান বলেন, ‘আমি প্রকাশ্যে বলছি, আমার জীবনের প্রতি হুমকি আছে।’

সাক্ষাৎকারে আগে প্রধানমন্ত্রী বলেন, তিনি গত বছরের আগস্ট থেকেই জানতেন তার সরকারকে ক্ষমতাচ্যুত করার ‘ষড়যন্ত্র’ চলছে। সূত্র: দ্য ডন

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম