মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে হাসারাঙ্গা

>> দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

>> মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

>> মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়

>> খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ

>> দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

>> ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

>> সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

>> জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী

>> সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপনি পড়ছেন : গাইবান্ধা

হরতালের সমর্থকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ সাংবাদিকসহ আহত ১০


গাইবান্ধা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-27 23:19:15
হরতালের সমর্থকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ সাংবাদিকসহ আহত ১০

চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ২৮ মার্চ অর্ধদিবস হরতাল সমর্থনে গাইবান্ধায় বামগনতান্ত্রীক জোট আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ লাঠি চার্জ শুরু করে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ১নং রেলগেটে সিপিবি জেলা কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি ডিবি রোডের পৌর পার্কের মোড়ে পৌঁছালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

এসময় সময় সংবাদের চিত্র সাংবাদিক ছবি সংগ্রহের সময় পুলিশ তার ওপরে এলোপাথারী লাঠিচার্জ করে। পরে বাসদ মার্কসবাদী, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের ৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

এ ঘটনার সময় সংবাদের চিত্র সাংবাদিক আতাউল হক সাগরসহ ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

এব্যাপারে গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম জানান, কর্তব্যরত অবস্থায় একজন চিত্র সাংবাদিকের উপর পুলিশের লাটিচার্জ খুবই নেককারজনক ঘটনা। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

এঘটনায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদার রহমান জানান, চিত্র সাংবাদিকের উপর লাঠিচার্জের কোন ঘটনা ঘটেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম