মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সাতক্ষীরা

নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার


DhakaReport24.com || 2022-04-09 08:24:00
নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

নাশকতা মামলায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াত নেতা গোলাম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পরানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের করিমুল্লাহ’র ছেলে।

পুলিশ জানান, জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রয়েছে। এই মামলায় তিনি পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গোলাম ফারুককে গ্রেফতার করা হয়। তাকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম