মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ভারত রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে: যুক্তরাষ্ট্র


DhakaReport24.com || 2022-04-02 15:52:15
ভারত রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপনিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দলীপ সিং বলেছেন, রাশিয়ার বিরোধিতা না করে বড় ধরনের ভুল করছে ভারত। বিপদে পড়লে নয়াদিল্লিকে বাঁচাতে আসবে না মস্কো। সূত্র: এনডিটিভি ও বার্তা সংস্থা এএফপি।

রাশিয়া থেকে ভারত যেন কোনো কিছু আমদানি না করে, তা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দুই দিনের ভারত সফরে এসে দলীপ সিং বেইজিং ও মস্কোর মধ্যে সীমাহীন অংশীদারি সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরোধিতা না করে বড় ধরনের ভুল করছে ভারত। যদি চীন আবারও ভারত সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তখন কিন্তু রাশিয়া তাদের সাহায্যে এগিয়ে আসবে না। এ আশা যেন না করা হয়, বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে রাশিয়া।’

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন মার্কিন এই কূটনীতিক। দলীপ সিং বলেন, ‘রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ভারত বা অন্য কোনো দেশ আর্থিক লেনদেনে জড়িত হোক তা চায় না যুক্তরাষ্ট্র।’ নয়াদিল্লি-মস্কোর সম্পর্ক উন্নয়নকেও ভালোভাবে দেখছে না ওয়াশিংটন। দলীপ সিং আরও বলেন, ‘কোনো দেশ যেন রাশিয়াকে আর্থিকভাবে সমর্থন না করে, সেরকম পরিস্থিতি তৈরি করতে চাই। যদি কেউ মস্কোর পাশে দাঁড়ায়, তবে তার ফলও ভুগতে হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম