মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট রাশিয়ার


DhakaReport24.com || 2022-03-09 19:43:30
আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট রাশিয়ার
ফাইল ছবি।

ইউক্রেনের করা মামলাকে ‘অর্থহীন’ উল্লেখ করে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইউক্রেনের করা মামলার শুনানি বয়কট করেছে রাশিয়া।

সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শুনানি বয়কট করা হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেন সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রাশিয়াকে তার আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। মস্কো ভুলভাবে মিথ্যা দাবিতে তার আক্রমণকে ন্যায্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করে কিয়েভ।

আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মামলাটির রায় দেওয়া হবে।

তবে ইউক্রেনে হামলা বন্ধ করার নির্দেশ দেওয়া কোনো রায় রাশিয়া মেনে নেবে বলে আশা করা যাচ্ছে না।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম