মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ


DhakaReport24.com || 2022-03-13 04:16:00
দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর হোসেন (৪০)। সে চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

রবিবার (১৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, সোমবার (১৪ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


জানা যায়, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি বাড়ি থেকে বাইরের দিকে গেলে হত্যাকারীরা তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হত্যাকারীরা তার ভায়রা ভাইকেও মারধর করে। সৌরভের ভায়রা ভাইয়ের মাথা ফেটে গেলেও তিনি সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হন। কিন্তু সৌরভ আসতে পারেননি। একপর্যায়ে হত্যাকারীরা সৌরভের গলাকেটে হত্যা করে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম