মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন

যে কারণে শপথ নেননি ডিপজল, রুবেল ও মৌসুমী


DhakaReport24.com || 2022-03-07 05:33:00
যে কারণে শপথ নেননি ডিপজল, রুবেল ও মৌসুমী

বাংলাদেশ শিল্পী সমিতির (বিএফডিসি) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ডিপজল, রুবেল ও মৌসুমী। জানা গেছে জায়েদ খান ও চুন্নুর সদস্য পদ বাতিল হওয়ায় শপথ অনুষ্ঠানে অংশ নেননি ডিপজল, রুবেল ও মৌসুমী।

ডিপজল ও রুবেল দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। হারিয়েছিলেন রিয়াজ ও ডিএ তায়েবকে। অন্যদিকে একই প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী। সাধারণত নির্বাচন করে সবাই জয়ী হওয়ার জন্য। আর পরে সবার সেবা করার একটা মন- মাসনিকতা থাকে। তবে, জয়ী হয়ে কেনো এই তিন তারকা শিল্পী শপথগ্রহণ করেননি? 

আরো জানা যায়, নির্বাচনে তারা মিশা-জায়েদের পক্ষে ছিলেন। কিন্তু নির্বাচন শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন ডিপজল, রুবেল ও মৌসুমী। এফডিসিপাড়ার গুঞ্জন, নিজ প্যানেলের বিজয়ী প্রার্থীদের নিয়ে আলাদা শপথের আয়োজন করবেন জায়েদ খান। সেখানে দেখা যেতে পারে এ তিন তারকাকে। তবে রোববার শপথগ্রহণ না করার বিষয়ে ডিপজল, রুবেল ও মৌসুমীর কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, ভোটের পর প্রকাশিত ফলে চিত্রনায়িকা নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে সে ফল না মেনে জায়েদের বিরুদ্ধে ভোট কেনাসহ অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দেন। এর তদন্ত শেষে গত শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

যদিও আপিল বোর্ডের কার্যকারিতা আর নেই দাবি করে এই সিদ্ধান্ত মানছেন না জায়েদ খান। আইনিব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন পর পর দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ নায়ক। এদিকে জায়েদ খান না মেনে নিলেও নিপুণের জয়কে স্বীকার করে নিয়েছেন তার প্যানেলের সভাপতি পদে লড়াই করা মিশা সওদাগর। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম