মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

কমলমতি শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন অধ্যাপক আলমগীর 


DhakaReport24.com || 2022-03-06 16:59:30
কমলমতি শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন অধ্যাপক আলমগীর 

চলছে স্কুলের নতুন ভবনের কাজ। ক্লাস তো আর বন্ধ করা যাবে না সেটা ভেবে স্কুল প্রধান শিক্ষক নতুন ভবনের পাশের সামান্য একটু যায়গায় বাঁশের বেড়া ও উপরে টিন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

রোববার (৬মার্চ ) সকাল ১১টায় আকস্মিকভাবে মৌলভীবাজারের কমলগঞ্জের হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যবিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। 

তিনি কমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। এসময় স্কুল প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের লেখা 'মণিপুরি মুসলিম' ও 'স্নিগ্ধ প্রলেপ' বই দুটি উপহার দেওয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম