মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনে ২ হাজারের অধিক সামরিক স্থাপনা ধ্বংস করেছে রাশিয়া


DhakaReport24.com || 2022-03-06 16:31:15
ইউক্রেনে ২ হাজারের অধিক সামরিক স্থাপনা ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনে চলমান সমর অভিযান গড়িয়েছে ১১ তম দিনে। এ পর্যন্ত ২ হাজারের অধিক সামরিক স্থাপণা ধ্বংস করেছে রুশ বাহিনী। 

রোববার (৬ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

কোনাশেনকভ বলেন, ইউক্রেনে সর্বমোট ২ হাজার ২০৩টি সামরিক স্থাপণা ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর ৭৬ টি কমান্ড পোস্ট ও কমিউনিকেশন সেন্টার, ১১১টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম ও ৭১ টি রাডার সিস্টেম, ৯৩ টি যুদ্ধ বিমান, ৭৭৮টি ট্যাংক ও সাঁজোয়া যান, ৭৭টি মাল্টিপল রকেট লাঞ্চার, ২৭৯টি মর্টার, ৫৫৩টি বিশেষ সামরিক যান ও ৬২টি ড্রোন উল্লেখযোগ্য।

ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার সামরিক বাহিনীর 
বিরুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সৈন্যদল’ গঠন করতে আহ্বান জানিয়েছেন।

এদিকে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটিও শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। ফের ইউক্রেনের ঘাড়ে দোষ চাপিয়ে দেশটিতে অভিযান শুরু করেছে রাশিয়া।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম