মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

বঙ্গবন্ধুর আমলে অনাহারে ৩ লক্ষ লোকের মৃত্যু হয়েছিল: ডাঃ জাফরুল্লাহ


DhakaReport24.com || 2022-03-23 19:09:45
বঙ্গবন্ধুর আমলে অনাহারে ৩ লক্ষ লোকের মৃত্যু হয়েছিল: ডাঃ জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লক্ষ অনাহারে লোকের মৃত্যু হয়েছিল। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসেব মতে তৎকালীন সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কেন? ভূল শাসন, সুশাসনের অভাব, অনাচার, দূর্নীতি। সেজন্য যাদের খাদ্য প্রয়োজন তাদের কাছে খাদ্য পৌছাতে পারেনি।

বুধবার(২৩ মার্চ) দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। 

তিনি বলেন, বর্তমানে দেশে দূর্ভিক্ষের মত চলছে। এখন অবশ্য অনাহারে কেউ নেই। এটা পরিষ্কার করে বলতে চাই এখন কেউ অনাহারে নেই। রাস্তার উপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেয়া অত্যন্ত অপমানজনক। আমি বারেবারে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। সিন্ডিকেট না ভাংতে পারলে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে। 

গণ বিশ্ববিদ্যালয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাফরুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, গবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডাঃ মনজুর কাদির আহমেদ, জাতিসংঘ জনসংখ্যা পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশি নারী ডা. হালিদা হানুম আক্তার, আলোকচিত্রশিল্পী হাসান সাইফুদ্দীন চন্দন, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থাপিত প্রথম বাংলাদেশি আলোকচিত্রশিল্পী কে.এম আসাদ।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম