মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানালেন লিপু

>> হলমার্কের তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

>> আয়ারল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

>> কথা কম, কাজ বেশি হবে: স্বাস্থ্যমন্ত্রী

>> জবি ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের বিষয়ে যা বললেন ডিবিপ্রধান

>> বিএনপি নির্বাচন বানচালে সফল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো: প্রতিমন্ত্রী

>> রেকর্ড ৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু তাহের

>> সাকিবের বিএনএমে যোগদানের বিষয়টি জানা ছিল না: কাদের

>> বিএনএমের নেতারাই সাকিবকে আমার কাছে নিয়ে এসেছিল: হাফিজ

আপনি পড়ছেন : বিনোদন

ভোট চাইলেন মেহজাবীন 


DhakaReport24.com || 2022-03-23 11:04:30
 ভোট চাইলেন মেহজাবীন 

গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী।

এগুলো হলো- ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ভাইরাল গার্ল’ ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট। আর তাই অনুরাগীদের কাছে ভোট প্রার্থনা করেছেন মেহজাবীন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ''শুরু হয়ে গেল 'মেরিল-প্রথম আলো পুরষ্কার-২০২১' এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত বছর আমার অভিনীত ৫ টি নাটকের জন্য 'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে,তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।''

অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে খানিকটা বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন কোমল ভাষায়।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ''মেহজাবীন অভিনীত 'চিরকাল আজ' নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।''

২৮ মার্চ পর্যন্ত চলবে প্রথম পর্বের ভোট গ্রহণ।

ঢাকারিপোর্টস২৪.কম/এসএ