আইফোন থেকে সাবধান!
02-08-2016
অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির উরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ছয়মাস আগে তিনি ফোনটি কিনেছিলেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস’র বন্ডির বাসিন্দা গারেথ ক্লিয়ার (৩৬) রোববার দুপুরের পর তার সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনাবশত: তিনি পড়ে যান তার আইফোন-৬- এর ওপর। তখন আইফোনটি বিস্ফোরিত হয়। এতে গলিত পদার্থ লেগে তার উরু দগ্ধ হয়। ক্লিয়ার জানান, বিস্ফোরণের শব্দ শোনার আগে তিনি ধোঁয়া দেখতে পান। এতে তার উরু মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তিনি আরো জানান, অ্যাপল এ বিস্ফোরণের বিষয় তদন্ত করছে। নিউজ করপোরেশনের পক্ষ থেকে কোম্পানির এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।