মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কথা কম, কাজ বেশি হবে: স্বাস্থ্যমন্ত্রী

>> জবি ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের বিষয়ে যা বললেন ডিবিপ্রধান

>> বিএনপি নির্বাচন বানচালে সফল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো: প্রতিমন্ত্রী

>> রেকর্ড ৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু তাহের

>> সাকিবের বিএনএমে যোগদানের বিষয়টি জানা ছিল না: কাদের

>> বিএনএমের নেতারাই সাকিবকে আমার কাছে নিয়ে এসেছিল: হাফিজ

>> সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক সরকার: রিজভী

>> ভারত মহাসাগর থেকে জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : মোদি

>> সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হবে : হাইকোর্টের রায়

আপনি পড়ছেন : স্বাস্থ্য

শরীরের প্রায় সব প্রত্যঙ্গকেই ক্ষতিগ্রস্ত করছে করোনাভাইরাস


DhakaReport24.com || 2020-07-13 06:29:45
শরীরের প্রায় সব প্রত্যঙ্গকেই ক্ষতিগ্রস্ত করছে করোনাভাইরাস


নভেল করোনাভাইরাস শরীরের কোন কোন প্রত্যঙ্গকে আক্রান্ত করে, অথবা সংক্রমণের প্রতিক্রিয়ায় কোন কোন প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে গবেষণা চলমান। নতুন গবেষণায় দেখা গেল, এ ভাইরাস বলতে গেলে গোটা শরীরকেই আক্রান্ত করে ফেলে! 

আগে বিশেষজ্ঞরা বলছিলেন, ভাইরাসটি ফুসফুস তথা শ্বাসতন্ত্রকেই বেশি মাত্রায় আক্রান্ত করে। এর পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও রয়েছে। মারা যাওয়া বেশিরভাগ রোগীই শ্বাসকষ্টে ভুগেছেন। আর ফুসফুসকে আক্রান্ত করলে রোগী নিউমোনিয়ায় ভোগেন। 

সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে চিকিৎসকরা বলছেন, ভাইরাসটি আক্রান্ত করে কিডনি, যকৃত, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, ত্বক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকসহ (পাকস্থলী ও অন্ত্র সম্পর্কিত) বিভিন্ন প্রত্যঙ্গকে।  নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির আরভিং মেডিক্যাল সেন্টার কভিড-১৯ রোগীতে গাদাগাদি ছিল কয়েক মাস ধরেই। এ হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাদের নিজস্ব রোগী আর সারা বিশ্বের নানা প্রান্তের রোগীদের তথ্য সংগ্রহ করে গবেষণা করেছেন। 

ব্যাপকভিত্তিক উপাত্ত বিশ্লেষণ করে তারা দেখতে পান, করোনাভাইরাস মূলত মানবশরীরের প্রতিটি বড় প্রত্যঙ্গকেই আক্রান্ত করে। এটি সরাসরি প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রক্ত জমাট বাঁধার মতো সমস্যা তৈরি করে, যা থেকে স্ট্রোক ও হার্ট অ্যাটাক হতে পারে, হৃৎপিণ্ড তার স্বাভাবিকতা ও ছন্দ হারায়, কিডনি থেকে রক্ত ও প্রোটিন বেরিয়ে যায় আর ত্বকে র‌্যাশ ওঠে। এছাড়া মাথাব্যথা, মাথা ঘুরানো, মাংসপেশীতে ব্যথা, পাকস্থলীতে ব্যথা হয়। জ্বর, কাশি এবং শ্বাসতন্ত্রের পরিচিত উপসর্গ ছাড়াও আরো নানা উপসর্গ দেখা যায়।

এই পর্যবেক্ষণ নিয়ে কাজ করা কলাম্বিয়া ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট আকৃতি গুপ্ত বলেন, ‘কভিড-১৯-কে বহুমাত্রিক রোগ হিসেবেই বিবেচনা করে চিকিৎসা দিতে হবে চিকিৎসকদের। রক্ত জমাট বাঁধার অনেক খবরই আসে, কিন্তু এসব রোগীর বিরাট একটি অংশই কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক ক্ষয়জনিত সমস্যায় ভোগেন। কাজেই শ্বাসতন্ত্রের সমস্যার পাশাপাশি চিকিৎসকদের এসবেরও চিকিৎসা দিতে হবে।’

ন্যাচার মেডিসিন জার্নালে লেখা এ সংক্রান্ত নিবন্ধে আরো বলা হয়, ‘গবেষণার ফল বলছে, অধিকাংশ প্রত্যঙ্গই আক্রান্ত হতে পারে, কিংবা নির্দিষ্ট প্রত্যঙ্গের বহুলাংশ আক্রান্ত হতে পারে। কেননা ভাইরাসটি সরাসরি কোষকে ক্ষতিগ্রস্ত করে।’

করোনাভাইরাসের সংক্রমণ শরীরের ইমিউন সিস্টেমকেও আক্রমণ করে বসে। এতে কিছু প্রদাহী প্রোটিন তৈরি হয়, যাকে বলা হয় সাইটোকিনস। এই প্রদাহ কোষ ও অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তথাকথিত সাইটোকিন ঝড় গুরুতর উপসর্গ সৃষ্টি করে। 

গবেষক দলের অন্যতম ডা. মহেশ মাধবন বলেন, ‘ভাইরাসটি অস্বাভাবিক ধরনের এবং এটি মানুষের শরীরে কত ধরনের প্রকাশ যে ঘটাচ্ছে, তা দেখে অভিভূত না হয়ে উপায় নেই।’

সূত্র: সিএনএন